লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার চার

db police manikganj

মানিকগঞ্জে প্রায় লাখ টাকার মাদকসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ঘিওরের জোকা ও সদর উপজেলার চান্দরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, গতকাল রাতে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই হোটেলের সামনে থেকে ঢাকা জেলার বাথুলী এলাকার মতিউর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩২) ও মানিকগঞ্জ সদর থানার চরবিরাটি গ্রামের সোলাইমান খানের ছেলে সজীব মিয়াকে (২৩) দুইশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।  

এদিকে জেলার ঘিওর উপজেলার জোকা এলাকা থেকে বৈন্যা প্রসাদ গ্রামের আলিমুদ্দিনের ছেলে রেজাউল করিমকে (৪০) আধাকেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সদর উপজেলার বাংলাদেশ হাট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ রাজিব নামের এক যুবককে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top