মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র মো: রমজান আলী।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পশ্চিম বান্দুুটিয়া ইউনিক স্কুলের উত্তর পাশে পৌলী শামীমের বাড়ি থেকে উত্তর দিকে আজাহারের বাড়ি পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ, কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা, ডা. জেসমিন আক্তার প্রমুখ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় রমজান আলী বলেন, আমি ৪৮ বছর মানিকগঞ্জ পৌরসভার মেয়রের দ্বায়িত্ব পালন করেছি। আমি বিগত দিনে এবং বর্তমান সময়ে আওয়ামী লীগ সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। মানিকগঞ্জ পৌরসভার রাস্তাঘাট, স্কুলকলেজ, মাদ্রাসা ও একটি মাত্র খালের কাজের উন্নয়ন করেছি। মানিকগঞ্জ পৌরসভায় যত উন্নয়ন হয়েছে তার বেশির ভাগ উন্নয়ন আমি করেছি এবং করে যাব।
সবখবর/ সারাদেশ