পুরস্কার পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার ‘সোনা’

প্রিয়াঙ্কা

বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া শুধু একজন জনপ্রিয় অভিনেত্রীই নন। তিনি সোনা নামের একটি রেস্তরার মালিকও এখন।

নিউইয়র্কে তিনি গত বছরের মার্চে নিজের রেস্তোরাঁ ‘সোনা’র উদ্বোধন করেন।  নিউইয়র্ক শহরের নতুন ৩০টি রেস্তরার মধ্যে বিশ্ববিখ্যাত মিশেলিন তালিকায় স্থান করে নিয়েছে প্রিয়াঙ্কার সোনা।

এসমন খুশির খবরটি ইনস্ট্রাগ্রামে তিনি ভক্তদের সাথে শেয়ার করেছেন।  

আরো পড়ুন: সোহার টোটকা মেনে ব্যায়াম করলেই মিলতে পারে সুফল

ভারতীয় রান্নার স্বাদ মার্কিন মুলুকে পৌঁছে দিতে প্রিয়াঙ্কার মাথায় আসে এই রেস্তোরার বিষয়টি।

স্বামী নিক জোনাস রেস্তোরাঁর নামকরণ করেছিলেন। ওই সময় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সেই কথা। কলকাতার মটন কাটলেট থেকে গোয়ার প্রন কারিসহ ভারতের বিভিন্ন প্রদেশের খাবার রয়েছে প্রিয়াঙ্কার সোনায়।

আরো পড়ুন: প্রেমের শহর মাতাবে মিমের ‘পরাণ’

নিজ দেশের প্রতি ভালোবাসা জানাতেই এই রেস্তোরাঁ খুলেছেন তিনি বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top