জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ৭ই মার্চ এর দিন পতাকা উত্তোলন বাধ্যতামূলক করেছে সরকার। ফলে এখন থেকে ৭ মার্চ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে কূটনৈতিক মিশনে ওড়ানো হবে বাংলাদেশের জাতীয় পতাকা।
২০২১ সাালের ৭ই মার্চ প্রথমবারের মতো এই দিবসটি পালন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ সংশোধন করে ৭ই মার্চকে পতাকা উত্তোলন দিবসের অন্তর্ভুক্ত করা হয়।
আরো পড়ুন:‘হুয়াক্সি’ গ্রামের সবাই কোটিপতি
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারির পর ১৫ ফেব্রুয়ারি ২০২১ গেজেট আকারে তা প্রকাশ করা হয়।
পতাকা বিধিমালার ৪ (১) বিধি অনুযায়ী, যেসব দিবস এবং উপলক্ষ্যে বাংলাদেশের সর্বত্র সরকারি ও বেসরকারি ভবনসমূহে এবং বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশনের অফিস ও কনস্যুলার পোস্টগুলোয় বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে সেগুলো হলো
মহানবীর জন্ম দিবস (ঈদ-এ-মিলাদুন্নবী), ঐতিহাসিক ৭ মার্চ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যেকোনো দিবস।
সবখবর/ নিউজ ডেস্ক