মানিকগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ( গ্রেড-১) নির্বাহী পরিচালক মো: আবুল বশর।
সিটি ব্যাংক পিএলসি এর সিওও (ক্যামেলকো) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: গোলাম মহিউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা শিক্ষা অফিসের টেনিং কোঅরডিনেটর তানজিলা আফরোজ সহ অন্যান্য বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে মো: আবুল বশর বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তুলতেই স্কুল ব্যাংকিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমানো টাকা ব্যাংকে সঞ্চয় করতে পারবে। আর তাদের এই হিসাব থেকে কোন রকমের চার্জ কাটা হবে না। এছাড়াও জমানো টাকার ওপর তারা পাবে লভ্যাংশ।
সবখবর/ নিউজ ডেস্ক