পুলিশের হাতে ধরা খেল দুই ডাকাত

ডাকাতি

ডাকাতির প্র্রস্তুতিকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের রুস্তম আলী ও সুমন মিয়া।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস সবখবরকে জানান, শুক্রবার রাতে উপজেলার হরগজ গ্রামে দুইটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ডাকাতি করতে আসে রুস্তম ও সুমনসহ কয়েকজন ডাকাত সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top