ডাকাতির প্র্রস্তুতিকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের রুস্তম আলী ও সুমন মিয়া।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস সবখবরকে জানান, শুক্রবার রাতে উপজেলার হরগজ গ্রামে দুইটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ডাকাতি করতে আসে রুস্তম ও সুমনসহ কয়েকজন ডাকাত সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে।
সবখবর/ নিউজ ডেস্ক