বুবলী

বুবলীর সাথে জুটি হচ্ছেন রাজ

সরকারি অনুদানের ছবি দেয়ালের দেশ এ প্রথমবারের মত জুটি হয়েছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। সিনেমাটির পরিচালনা করছেন মিশুক মনি।

বর্তমানে ঢাকায় সিনেমাটির সুটিং চলছে। গত ২৪ মার্চ শুরু হয় এ সিনেমার সুটিং। অনেকটা গোপনেই শুটিং করা হয় তখন। এবারের লটের শুটিংয়েও গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের কিছু ছবি ফাঁস হলে তা আর গোপন থাকে না।

বুবলী বলেন, ‘দেয়ালের দেশ নামের এই ছবিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে জানতে পারি, এই ছবিতে রাজও অভিনয় করছেন। আমাদের দুজনের একসাথে এটাই প্রথম কাজ।

আশা করছি, সিনেমাটি দর্শকদের ভাল লাগবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো। শুটিংয়ে অনেক পরিশ্রম করছি। রাতভরও শুটিং করতে হয়েছে।

সবখবর/ বিনোদন

নিউজটি শেয়ার করুন
Scroll to Top