রাখি সাওয়ান্ত বলিউডের এক আলোচিত নাম । মাঝে মধ্যেই বিতর্কিত কাজ কিংবা মন্তব্যের কারণে আলোচনায় আসাটা তার যেন রুটিনে পরিণত হয়েছে। তবে, অনেকেই বলছেন খবরের শিরোনাম হতেই তিনি এমন কর্মকান্ড করে আসছেন।
রিতেশর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর আদিল খানের সাথে নতুন সম্পর্কে জড়ান তিনি। বর্তমানে অভিনয় থেকে তিনি অনেকটাই দূরে। তবে, প্রেমিকের সাথে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হচ্ছেন তিনি।
রাখি ও আদিল মিলে টিকটক ভিডিও করে তা ভক্তদের সাথে শেয়ার করেন। তবে এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তান সম্ভবা আলিয়া ভাটকে নিয়েই মজা করে মন্তব্য করলেন এই আলোচিত অভিনেত্রী।
আরো পড়ুন:নেট দুনিয়ায় ভাইরাল আফগান সুন্দরী ওয়াজমার ছবি
রাখি সাওয়ান্ত বলেন, বিয়ের দুই দিনের মাথায় মা হওয়ার কথা সবাইকে জানিয়েছিলেন আলিয়া। আমি তো চাই বিয়ের দিনই যেন মা হয়ে যাই। বিয়ের দিনই যেন আমার পেট সকলের নজরে আসে।
আলোচিত বিগ বস-১৪ এর ঘরে হাজির হন রাখি। বিগ বসের ঘরে হাজির হয়ে তিনি একের পর এক আলোচনার জন্ম দিয়ে শিরোনামে এসেছেন।
সবখবর/ নিউজ ডেস্ক