মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র দাসের ছেলে চিত্ত চন্দ্র দাস (৩৯), পশ্চিম দাশড়া এলাকার মৃত হরেন্দ্র চন্দ্র রাজবংশীর ছেলে রবি চন্দ্র রাজবংশী (৪০), মন্তাজ উদ্দিনের ছেলে মো. কহিনুর ইসলাম (৩৯) ও বেতিলা গ্রামের কাজী সুন্নতের ছেলে মো. কাজী শরিফ (২৮)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮ টার দিকে এসআই হাকিম মোল্লা ও এসআই আসাদ মিয়া উপজেলার বড় সুরুন্ডি গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। আসামীদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
সবখবর/ সারাদেশ