স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘২ হাজার কোটি টাকা ব্যয়ে এসেনশিয়াল ড্রাগের শিল্পটি আমাদের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে হবে। এই প্রতিষ্ঠানটি হলে অনেক লোকের কাজের সুবিধা হবে, অনেক লোকের চাকরির সুবিধা হবে। আপনারা এই সুযোগ পাবেন। শুধু ধানকোড়া নয় মানিকগঞ্জবাসীও পাবে।’
রবিবার বিকেলে সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশন স্কুল মাঠে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি’র সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের দ্বারা কোন কাজ হবেনা। আজকে তারা জীবনযাত্রা ব্যাহত করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। বিএনপি-জামায়াতের ইতহাস আমরা জানি। রাজাকার আলবদরকে এমপি-মন্ত্রী বানিয়েছে এই বিএনপি। তাদের আমলে কোন উন্নয়নই হয়নি। আমরা কি সেই অন্ধকারের দিকে যেতে চাই। যেখানে বিদ্যুৎ থাকবে না, খাবারের অভাব হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে সেই ধরনের সরকার আমরা চাইনা।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ^ যখন করোনায় দিশেহারা তখন দেশের জন্য শেখ হাসিনা হাল ধরেছিলেন। আমরা তার নির্দেশে কাজ করেছি। আমরা করোনা নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। ১৭ কোটি লোককে আমরা বিনামূল্যে করোনার টিকা দিতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন ভালো আছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে।
জাহিদ মালেক আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। মানিকগঞ্জের প্রতিটি রাস্তা ঘাট এখন পাকা। এমন কোন বিভাগ নেই যেখানে উন্নয়ন হয় নাই। ঢাকার দিকে তাকান, মেট্রোরেল, ফ্লাইওভারসহ সকল বিভাগেই উন্নয়ন হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেবার অহবান করেন।
সম্মেলনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সম্মেলনে আগামী তিন বছরের জন্য ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. আব্দুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে কাশেম মন্ডলের নাম ঘোষণা করেন।
সবখবর/ নিউজ ডেস্ক