মানিকগঞ্জে শুরু হয়েছে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ অভিযান।
বৃহস্পতিবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ রিয়াদ কামাল রনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর কবীর হোসেন উপস্থিত ছিলেন।
এবছর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০১ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯৫৪ মেট্রিক টন। প্রতিকেজি ধানের দাম ধরা হয়েছে ২৮ টাকা ও চালের দাম ৪২ টাকা।
সবখবর/ নিউজ ডেস্ক