প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনায় ৩০ বিএনপি নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরো আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর থানার এসআই আব্দুল লিটন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুবদল নেতা তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা আওলাদ হোসেন, জিএস জিন্নাহ, ছাত্রদল সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক নুরসাত ইসলাম জ্যাকি প্রমুখ।
আরো পড়ুন: মানিকগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, সরকারি কাজে বাধা প্রদান করে পুলিশের ওপর হামলার ঘটনায় এই মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার নেতাকর্মীরা র্যালী বের করতে গেলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়া। এসময় উত্তেজিত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।
পরে পুলিশ আত্মরক্ষার্থে নেতাকর্মীদের ওপর টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ, সাংবাদিকসহ ১০ নেতাকর্মী আহত হয়।
আরো পড়ুন: সাটুরিয়ায় চার মিটার চোর আটক
বিকেলে এই ঘটনায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গিলন্ডস্থ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আফরোজা খান রিতা বলেন, তাদের শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। তিনি আরো বলেন, আমরা বিএনপি বরাবরই একটি শান্তিপূর্ণ দল। আমরা জেলায় কখনো কোন বিশৃঙ্খলতার সৃষ্টি করিনি। আমরা সব সময়ই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছি।
সবখবর/ নিউজ ডেস্ক