প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় সেতুমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে প্রশ্ন তোলা কোন সাধারণ ভুল নয়। বরং এটি একটি ফৌজদারি অপরাধ। আগামী নির্বাচনকে টার্গেট করে প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে।
তিনি আরো বলেন, প্রথম আলো দেশে নৈরাজ্যের চেষ্টায় অপসাংবাদিকতা করেছে। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের দায় পত্রিকার সম্পাদক কোনোভাবেই এড়াতে পারেন না। অথচ ক্ষমা না চেয়ে পত্রিকাটি চরম ঔদ্ধত্য দেখিয়েছে। পত্রিকাটি তরুণ প্রজন্মকে উসকানি দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয় বর্তমান এই সরকারকে হেয় করার জন্য, বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার জন্য, সরকারকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রথম আলো। কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না। মনে রাখতে হবে কেউই আইনের ঊর্ধ্বে নন।
সবখবর/ নিউজ ডেস্ক