তিনি একজন পেশাদার প্রতারক!

র‌্যাব-৪

১৮ টি পাসপোর্ট ও প্রতারণার কাজে ব্যবহৃত নগদ টাকা ও মোবাইলসহ নাসির (৩৮) নামে এক পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার বিকেলে র‌্যাব-৪, সিপিসি-৩ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসির ঢাকার কামরাঙ্গীচর থানার ঝাউলাহাটি এলাকার আনিসুর রহমানের ছেলে।

আরো পড়ুন: লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার এক

র‌্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান,  গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার প্রতারক। সে বিদেশে লোক পাঠানোর কথা বলে মানিকগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের নিকট হতে পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে আত্মসাৎপূর্বক বিভিন্নরকম প্রতারণা করে। এব্যাপারে কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আসামীকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top