তত্বাবধায়ক সরকারের আমলে করা দূর্ণীতির মামলায় জামিন পেয়েছেন মানিকগঞ্জের পৌর মেয়র মো: রমজান আলী।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার তাকে জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার ব্যক্তিগত কাজে বিদেশে থাকায় হাজিরা দিতে না পারায় ওই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছিল।
রমজান আলীর আইনজীবী এটিএম শাহজাহান জানান, তত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন। গত রবিবার তিনি চীনে থাকায় ওই মামলায় হাজিরা দিতে পারেননি। যে কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আজ আদালতে জামিন আবেদন করায় আদালত তাকে জামিন মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, ২০২২ সালে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে দুদকের তিনটি মামলা আদালতে চার্জ গঠন হয়েছিল।