মানিকগঞ্জে পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছিল মেঘদূত বাংলাদেশ নামের একটি সংগঠন।
গত রবিবার বিকালে ওই সংগঠনের উদ্যোগে ইতালী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক সহযোগিতায় পশ্চিম সেওতা এলাকায় এই খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এছাড়াও এসএসসি ৯৭ ব্যাচের সদস্যরা সহযোগিতা করে।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম, মানিকগঞ্জ জেলা চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আজমত আলী হাবুল, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, আরিফুর রহমান মাতাব্বর, আহাদ মাষ্টার, শাহীনুর রহমান, ব্যাংক কর্মকর্তা লুৎফুল কবীর টিটু , সরকারি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বাবু, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক মো: সফি আলমের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বাহাদুর , মজিদ, তোরাফ আলী, রুবান, ইউসুফ আলী প্রমুখ।
সেওতা সহ আশে পাশের বিভিন্ন এলাকার হাজারও মানুষ গ্রামীন খেলাধুলা উপভোগ করেন। খেলায় পুরুষদের জন্য ছিল হাঁড়ি ভাংঙ্গা, কলা গাছে উঠা, চোখ বেধে হাঁস ধরা ও নারীদের জন্য ছিল বল লাথি মেরে তেলের বোতল ফেলা এবং মিউজিক্যাল চেয়ার খোলা সহ অন্যান্য খেলা।
পরে অতিথিরা বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও খেলা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সবখবর/ নিউজ ডেস্ক