মানিকগঞ্জে ছয় মাসের অন্ত:স্বত্ত্বা এক গৃহবধুকে শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যা চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন মোশারফ হোসেন নামের এক ব্যক্তি।
গত শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া পাড়া ইউনিয়নের চেগারঘোনা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে হাটিপাড়া ইউনিয়নের চেগারঘোনা গ্রামের মৃত নকুমুদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৪০), তার স্ত্রী রেবেকা সুলতানা (৩২) সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে মোশারফ হোসেনের সাথে প্রতিবেশী মিন্টু মিয়াদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মোশারফ হোসেন বাড়ির সীমানার বাঁশ কাটছিলেন। ওই সময় আসামীরা তার বাড়িতে প্রবেশ করে তাকে বাঁশ কাটতে বাঁধা দেয়। প্রতিবাদ করলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে মোশারফ হোসেনের ওপর হামলা চালায়। এসময় মিন্টু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বাঁধা দিতে আসলে আসামীরা মোশারফের ৬ মাসের অন্ত:স্বত্ত্বা স্ত্রী শিউলি আক্তারকে মারপিট করে। এসময় তারা শিউলিকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে চলে যায়। শিউলি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, এব্যাপারে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এব্যপারে অভিযুক্ত মিন্টু মিয়াকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সবখবর/ নিউজ ডেস্ক