হরিরামপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ ‍সুপার

ইভটিজিং, মাদক, অস্ত্র, নারী নির্যাতন ও কিশোর গ্যাং,বাল্য বিবাহ প্রতিরোধকল্পে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার হরিরামপুর থানার ১০ নং লেছড়াগঞ্জ বিট অফিস কার্যালয়ে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার চরাঞ্চলের মানুষ যেন বাল্যবিবাহ, মারামারি-হানাহানি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে না পরে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বর্তমানে ছাত্র সমাজ যেন কোনো প্রকার অপরাধের সাথে জড়িয়ে না পরে সে দিকেও তিনি অভিভাবকদের দৃষ্টি রাখতে আহ্বান করেন।

আরো পড়ুন: মানিকগঞ্জে কাউন্সিলরের নামে চাঁদা দাবী, থানায় অভিযোগ

তিনি আরো বলেন, চরাঞ্চলের আইনশৃংখলা বতর্মানে অনেক ভাল আছে। আরো ভাল রাখার জন্য নতুন তদন্ত কেন্দ্র নির্মান হচ্ছে, যা অতি দ্রুত সম্পূর্ন হবে এবং এতে করে সকলেই সহজে আইনগত সহায়তা পাবেন। 

আলোচনা সভা শেষে তিনি চরাঞ্চলের নির্মানাধীন তদন্ত কেন্দ্রও পরিদর্শন করেন।

এসময় সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, ও হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top