মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লীরচর গ্রামের কৃষক মো. আব্দুল খালেক হত্যার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহত আব্দুল খালেকের স্ত্রী জমেলা খাতুন বলেন, আসামীরা গত ১৮ ফেব্রুয়ারি বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান। ঘটনার দুই সপ্তাহ পার হলেও আসামীদের গ্রেফতার করা হয়নি। আসামীরা নানাভাবে হুমকি দিয়ে আসছে আমাদের মামলা তুলে নেওয়ার জন্য। আমি চাই দ্রুত আসামীদের গ্রেফতার করে তাদের ফাঁসি দেওয়া হোক।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- নিহত আব্দুল খালেকের বড় ছেলে আবিদ হাসান, তিল্লি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য বিনোদ আলী, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, প্রতিবেশী রফিকুল ইসলাম ও মঞ্জুয়ারা বেগম।
সবখবর/ নিউজ ডেস্ক