সিংগাইর গ্যাস সেন্টারের সেলস প্রোগ্রাম ও বনভোজন অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস সেন্টারের বার্ষিক সেলস প্রোগ্রাম ও বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে সিংগাইর উপজেলার কাংশায় অবস্থিত গ্যাসের গোডাউনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিংগাইর গ্যাস সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাংশা মাদ্রাসা এতিমখানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাসেল এর সভাপতিত্বে ও লাফস গ্যাস এর রেজুনাল এক্সিকিউটিভ সেলস ম্যানেজার খন্দকার হাসানুর রহমান রবিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, পিটিভি বাংলা, পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদক এফ এম ফজলুল হক ফজলু, বিশেষ অতিথি হিসেবে আই গ্যাস এর প্রতিনিধি, জেলা পরিষদের সদস্য এফ এম রিপন আক্তার ফজলু, মাহাবুব রহমান খোকন, মইন, কালাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের মালিকের ছেলে শাওন এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

সিংগাইর গ্যাস সেন্টারের সাভার, কলমা ও সিংগাইরে শতাধিক বিক্রয়কর্মী ও গাড়ী চালক, ম্যানেজার ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সিংগাইর গ্যাস সেন্টারের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ গ্যাস বিক্রয়কারী, ভালো ড্রাইভারদের হাতে পুরস্কার হাতে তুলে দেন, প্রধান অতিথি বক্তব্যে বলেন এই কোম্পানির শুরুতে ছিলাম বাকী জীবনভর সংগে থাকবো।

প্রতিষ্ঠাতা বলেন আজ বৃষ্টিতে অনুষ্ঠান আংশিক হওয়ায় আগামীতে অন্যত্র বড় করে অনুষ্ঠান করবো বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top