আমাদের দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে খরগোশ পালন। অনেকটাই লাভজনক হয়ে পড়ায় অনেকেই এখন বাণিজ্যিকভাবে খরগোশ পালন করছেন।
যে দুটি উপায়ে সহজে খরগোশ পালন করা যায় আজ আমরা কথা বললো সেই সম্পর্কে।
গভীর লিটার পদ্ধতিতে খরগোশ পালন করা যায়। কম সংখ্যক খরগোশ পালতে হলে এই নিয়মের কোন বিকল্প নেই। এই পদ্ধতিতে মেঝেতে কংক্রিট দিতে হবে যাতে করে খরগোশ মাটি খুড়ে গর্ত বানাতে না পারে। তারপর মেঝের উপর ৪ থেকে ৫ ইঞ্চি পুরু করে কাঠের তুষ, ধানের খড়, ছিলকা ইত্যাদি দিতে হবে।
একটি জিনিস মনে রাখতে হবে। এই পদ্ধতিতে একই সাথে ৩০ টির বেশি খরগোশ পালন করা ঠিক নয়। নারী খরগোশ থেকে পুরুষ খরগোশগুলোকে আলাদা রাখতে হবে।
আরো পড়ুন: শূণ্যে নামবে সীমান্ত হত্যা
আমাদের দেশে অনেকেই পরিবহনযোগ্য খাঁচা বা কাঠের বাক্সে খরগোশ পালন করে থাকেন। এই পদ্ধতিতে খরগোশকে দিনের বেলায় ঘরের বাইরে এবং রাতে ঘরের ভেতরে আনা নেয়া খুবই সহজ হয়।
প্রজননের সময় পুরুষ খরগোশকে স্ত্রী খরগোশের কাছে রাখা হয়। এই পদ্ধতিটিও খরগোশ পালনের জন্য বেশ ভাল।
মনে রাখতে হবে খাঁচাতে খরগোশের জন্য প্রয়োজনীয় জায়গা রাখতে হবে। পূর্ণবয়স্ক পুরুষ খরগোশের জন্য ৪ বর্গফুট এবং মা খরগোশের জন্য ৬ বর্গফুট, বাচ্চা খরগোশের জন্য ১.৫ বর্গফুট জায়গার প্রয়োজন। খরগোশের খাঁচা ১.৫ ফুট লম্বা, ১.৫ ফুট চওড়া এবং ১.৫ উঁচু হওয়া বেশ জরুরি।
সবখবর/ নিউজ ডেস্ক