আরবান কো-অর্ডিনেটর পদে লোক নিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ঢাকায় আরবান এমপাওয়ারমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্স–৩ (ইউইআর) প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
এই প্রজেক্টের আওতায় একজনকে নেয়া হবে। এই পদের আবেদনকারীর যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, অর্থনীতি, আরবান প্ল্যানিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আরো পড়ুন: যে আমাকে অনেক ভালবাসবে তাকেই বিয়ে করব: সুবাহ
ইংরেজিতে রিপোর্ট, পলিসি ডকুমেন্টস ও স্ট্র্যাটেজিক পেপারস লেখায় পারদর্শীর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে আরবান রেসিলিয়েন্স, ডিআরআর ও সিসিএ বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় হতে হবে সাবলীল। সমস্যা সমাধানে দক্ষ হওয়ার সাথে কম্পিউটার পরিচালনাতেও ভাল দক্ষতা থাকতে হবে। সেই সাথে থাকতে হবে ফিল্ড ভিজিটের মানসিকতা।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হলেও সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা হতে হবে ৪৫ বছর। চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য) এই পদের কর্মস্থল হবে ঢাকা। মাসিক বেতন ১ লাখ ১০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর ২০২২। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
সবখবর/ নিউজ ডেস্ক