যে আমাকে অনেক ভালবাসবে তাকেই বিয়ে করব: সুবাহ

সুবাহ

চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ। ইতমধ্যে সুবাহ কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন।

আগামী ২১ অক্টোবর মুক্তিপাবে সুবাহর প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটির পরিচালক রফিক সিকদার।

আরো পড়ুন: সেরা অভিনেত্রীর পুরস্কার পেল বুবলী

প্রেম-বিয়ে নিয়ে অনেক দিন ধরেই আলোচনায় আছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি সিঙ্গেল এবং টাকাওয়ালা, সুদর্শন পাত্র বিয়ে করতে চান।

সুবাহ বলেন, সিঙ্গেল লাইফ নিয়ে অনেক ভাল আছি। আমি সবাইকে পরামর্শ দিব সিঙ্গেল থাকার। কথায় আছে না— হাতি মরলেও লাখ টাকা। একজন মেয়ের জীবনে বাবা আর স্বামীর টাকা থাকাটা খুবই জরুরি। জীবনে চলতে গেলে টাকার দরকার আছে।

আরো পড়ুন: নিপুণকে সত্যিকারের যৌনকর্মী ভেবেছিল খদ্দেররা

স্বামীর টাকার প্রত্যাশা কে না করে বলেন! টাকাওয়ালা, অনেস্ট পারসন যে আমাকে অনেক ভালবাসবে তাকেই বিয়ে করব।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top