মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই কোহেল উদ্দিন (৬৫)।
সোমবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেল উদ্দিন মৃত্যু হয়।
নিহত কোহেল উদ্দিন উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গতকাল রবিবার দুপুরে জমির সীমানা নিয়ে কোহেলের সাথে তার বড় ভাই ইসলাম মুন্সির সাথে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইসলাম ও তার পরিবারের সদস্যরা কোহেল ও তার ছেলে শাহিনুরের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কোহেল ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হন। পরে স্বজনরা কোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। অপরদিকে শাহিনুরকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি।
তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
সবখবর/ নিউজ ডেস্ক