পাটুরিয়ায় ৫ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল

Paturia

ঘন কুয়াশায় ৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সোমবার সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে কুয়াশার কারণে শতাধিক যানবাহনসহ মাঝ নদীতে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম জানান, ‘ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝ নদীতে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ১০ টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top