Paturia

পাটুরিয়ায় ৫ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল

ঘন কুয়াশায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।

মঙ্গলবার ভোর ৪ টা থেকে সকাল ৯ টা পর‌্যন্ত এ রুটে ছোট-বড় সব ধরনের ফেরি চলাচল ছিল।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, সোমবার মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় সব ফেরি বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে হাসনা হেনা, কেরামত আলী, ভাষা শহীদ বরকত ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ৪টি ফেরি।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top