মানিকগঞ্জে চারকেজি গাজাসহ গাজা ব্যবসায়ি ভাই ও বোনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ ভোরে জেলার সদর উপজেলার পাঞ্জনখাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ওই গ্রামের মৃত জরু মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০) ও মেয়ে মোছাম্মদ বিলকিস (৩৩)। তারা সর্ম্পকে আপন ভাই বোন।
আরো পড়ুন: তিনি একজন পেশাদার প্রতারক!
র্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্নস্থান থেকে গাজা এনে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ি ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আজ সোমবার ভোরে পাঞ্জনখাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারকেজি গাজা ও একটি ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়।
আরো পড়ুন: লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার এক
গ্রেপ্তারকৃতদের মানিকগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে বলে র্যাবের ওই কর্মকর্তা আরো জানান।
সবখবর/ নিউজ ডেস্ক