কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে গোলাম ছারোয়ার ছানু সভাপতি ও এ বি এম সামসুন্নবী তুলিপ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত এক জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে তিনবছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এডভোকেট আব্দুল জলিল মোল্লা বিল্টু, মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: আশফাকুর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল আলম লিটন, আইন সম্পাদক এডভোকেট কামরুল হাসান খোকন, দপ্তর সম্পাদক ফরিদ খান, কার্যনির্বাহী সদস্য অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, রফিকুল ইসলাম পরান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিএম খোরশেদ, রতন মজুমদার, মো: জিন্নাতুল ইসলাম, মতিউর রহমান, আব্দুল মোমিন, কাজী বিপু রহমান ও মো: শহিদুর রহমান।
নব নির্বাচিত সভাপতি গোলাম ছারোয়ার বলেন, নতুন কমিটিতে এক ঝাঁক তরুণ ও উদ্যোমী সদস্যদের যুক্ত করা হয়েছে। আমি আশা করছি এই কমিটি ভোক্তাদের অধিকার সংরক্ষণে জোড়ালো ভূমিকা পালন করবে। সকলকে সাথে নিয়ে তিনি ক্যাবকে একটি শক্তিশালী ও সক্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে চান।
সবখবর/ নিউজ ডেস্ক