কাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা

আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী কথা বলবেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সম্মেলনে অংশ নেওয়ার ওপর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

১৮ দিনের  রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত  অভ্যর্থনায়  যোগ দেন।

১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন।  

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top