আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া

আর্জেন্টিনা

আজ বাংলাদেশ সময় রাত ১ টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া। এই দুটি দল এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। সেখানে পিছিয়ে নেই কোন দলই। দুটি করে জয় আছে উভয় দলের। আর অপর একটি ম্যাচ হয়েছে ড্র।

তবে, বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে এই দুই দল। ১৯৯৮ সালে প্রথম লড়াইয়ে আর্জেন্টিনা ১-০ গোলে জিতলেও সবশেষ ২০১৮ সালের বিশ্বকাপে ৩-০ গোলে হেরেছিল তারা।

আজ ষষ্ঠবার বিশকাপের সেমি-ফাইনালে আবার মুখোমুখি হবে এই দুটি দল। 

পেনাল্টি শ্যুটআউটে শতভাগ সাফল্যের রেকর্ড আছে ক্রোয়েশিয়ার। এখন পর্যন্ত চারবার টাইব্রেকারে গিয়ে প্রতিবারই তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

অপরদিকে বিশ্বকাপে পেনাল্টি শ্যুটআউটে এখন পর্যন্ত ছয়বারের মধ্যে পাঁচবার জিতেছে আর্জেন্টিনা। ২০০৬ সালের বিশ্বকাপে স্বাগতিক জার্মানির বিপক্ষে তারা হেরেছিল পেনাল্টি শ্যুটআউটে।

সবখবর/ খেলা

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top