অহংকার পতনের মূল, ফেসবুকে মিমের স্টাটাস নিয়ে জল্পনা

বিদ্যা সিনহা মিম

বর্তমান সময়ের ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয় শৈলী ও গ্লামারে তিনি স্থান করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে।

তার অভিনীত পরাণ সিনেমাটি এখন ব্যবসাসফল। দেশের গন্ডি পেড়িয়ে পরাণ মাজিমাত করেছে বিদেশেও।

পরাণ সিনেমায় মিমের চরিত্রের প্রশংসা করছেন দর্শক। চলতি মাসেই মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘দামাল’। যেটি নিয়ে চরম উচ্ছ্বসিত ক্যারিয়ারে তুঙ্গে থাকা মিম।

আরো পড়ুন: যে আমাকে অনেক ভালবাসবে তাকেই বিয়ে করব: সুবাহ

এরমধ্যেই শনিবার রাতে ফেসবুকে এক পোস্টে ক্ষোভে ফেটে পড়লেন এই অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘অহংকার পতনের মূল…জাস্ট ওয়েট অ্যান্ড সি।’

মিমের এমন স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে রহস্য ও কৌতুহল। তার ভক্ত, শুভাকাঙক্ষীরা মেতে উঠেছেন নানা জল্পনা-কল্পনায়।

তবে এ বিষয়ে মিম বলেছেন, এই প্রবাদটা আমার অনেক পছন্দের। তাই আমি এটি ফেসবুকে দিয়েছি। আমার এই স্ট্যাটাসে যদি কিছু থাকে তাহলে সেটা সময় হলে বলবো।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top