৯৬ বোতল ফেনসিডিলসহ সবুজ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-৪ সিপিসি-৩।
বৃহস্পতিবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সবুজ রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট কান্দ্রা গ্রামের নাজিম উদ্দিন সরকারের ছেলে।
সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে সবুজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সবুজ কুষ্টিয়া থেকে ফেন্সিডিলের চালান নিয়ে মানিকগঞ্জ আসছে এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।