৫০০ বস্তা সরকারি সারসহ ট্রাক জব্দ, গ্রেফতার দুই

fertilizer

মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকা থেকে শিবালয় থানা পুলিশ এক বড় ধরনের অবৈধ পাচার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। সরকারি ভর্তুকির ৫০০ বস্তা ডিএপি সার বোঝাই ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বুধবার রাত আড়াইটার দিকে ফেরি পারাপারের সময় ট্রাকটি জব্দ করা হয়। এসময় ট্রাকটির সাথেই গ্রেফতার করা হয় চালক মো. বাবুল হোসেন ও হেলপার মো. আসলাম।

জব্দকৃত সারটি মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকা যাওয়ার পথে পাচার করা হচ্ছিল। ওই ৫০০ বস্তা সার মোট প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যমানের।

এ ঘটনায় পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে সাংবাদিকদের দেয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে পুলিশ সন্দেহভাজন ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে, আরিচা ফেরিঘাটে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তা থামিয়ে সযত্নে জব্দ করে।

পুলিশ আরও জানায়, ট্রাকটি মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকায় যাওয়ার জন্য ডিএপি সার পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। অভিযানে জব্দ হওয়া ট্রাকটি ছিল ঢাকা মেট্রো-ট-২৪-২৩৮১ নম্বর। আটক দুই ব্যক্তি হচ্ছেন, চালক মো. বাবুল হোসেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল ওয়াজেদের ছেলে এবং হেলপার মো. আসলাম, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খলিলের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন জানান, সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top