চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বিদেশি রোভাস্টা জাতের কফি চাষ। এই অঞ্চলের পাহাড়ি জমিতে প্রথমবারের মতো কফি চাষ শুরু হয়, যা কৃষকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
উপজেলার ৮টি ইউনিয়নের ৯ হেক্টর জমিতে কফির চাষ পরীক্ষামূলকভাবে শুরু হয়, এবং প্রতিটি গাছে ফলন এসেছে। কফির গাছে লাল-বাদামি ও সবুজ রঙের ফল দেখা যাচ্ছে, যা দেখে কৃষকরা খুবই খুশি।
বাড়বকুণ্ড ইউনিয়নের পাহাড়ে ৩ হেক্টর জমিতে মো. শহীদ নামে এক কৃষক কফি চাষ করছেন। তিনি জানান, কফি চাষ করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং প্রথম দিকে ব্যয়ও অনেক বেশি ছিল। তবে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শে তিনি সফলতা পেয়েছেন। কফি চাষের জন্য বিশেষ ধরনের পরিবেশ প্রয়োজন, যেখানে সূর্যের তাপ কম থাকে এবং পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা হয়। শহীদ বলেন, ‘কফি গাছের ফলন দেখে আমরা খুবই আনন্দিত।’
এছাড়া, সীতাকুন্ড উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, উপজেলায় কফি চাষের পরিধি বাড়ানোর জন্য সরকারের তরফ থেকে কৃষকদের সহায়তা প্রদান করা হচ্ছে। আগামীতে এই কফি চাষ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কৃষির নতুন এই উদ্যোগে সীতাকুন্ডের কৃষকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হয়েছে এবং এটি দেশের কৃষির এক নতুন অধ্যায় শুরু করেছে।
সবখবর/ নিউজ ডেস্ক