মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ-এর প্রতিনিধি ও দৈনিক ফুলকি পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুম বাদশার ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার বাম হাত গুরুতরভাবে ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পোনে ১০ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা বাজারস্থ সাংবাদিক মাসুম বাদশার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ধল্লা পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা’র অফিসে হামলা চালায় একদল সন্ত্রাসী।
হামলার নেতৃত্ব দেন ধল্লা মধ্যপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫৩)। তার সঙ্গে ছিলেন ধল্লা লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে হুমায়ুন (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২), এবং জোনাব আলীর ছেলে ওয়াজ উদ্দিন (৪৫) সহ আরও ৮–১০ জন অজ্ঞাত ব্যক্তি।
তারা দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মাসুম বাদশার ওপর অতর্কিত হামলা চালায়। হুমায়ুনের রডের আঘাতে তার বাম হাত ভেঙে যায় এবং আনোয়ার দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তা তার ডান হাতে পড়ে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক মাসুম বাদশা বলেন, “হামলাকারীরা এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমার একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর প্রতিশোধ নিতে তারা এই হামলা চালিয়েছে। এমনকি হামলার আগে চাঁদা দাবি করেছিলো। চাঁদা না দেওয়ায় এবং সংবাদ প্রকাশের কারণে তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণ করেছে।”
এই ঘটনায় সিংগাইর প্রেসক্লাব এক জরুরি সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া মানিকগঞ্জ ও সিংগাইরের বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, “সাংবাদিকের উপর হামলার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সবখবর/ নিউজ ডেস্ক