ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তিপূর্ণ উপায়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য তাকে এই সম্মাননা প্রদান করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় অসলোতে এক সংবাদ সম্মেলনে নোবেল কমিটির চেয়ারম্যান বারগিটা অ্যান্ডারসন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন।
৫৮ বছর বয়সী মারিয়া কোরিনা মাচাদো এক দশকেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলায় স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তিনি মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল Vente Venezuela–এর নেতা এবং সাবেক সংসদ সদস্য।
২০০২ সালে তিনি নাগরিক পর্যবেক্ষণ সংস্থা Súmate প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে নির্বাচনী স্বচ্ছতা ও নাগরিক অধিকারের পক্ষে কাজ শুরু করেন।
২০২৩ সালের বিরোধীদলীয় প্রাথমিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হন মাচাদো। কিন্তু সরকার-সমর্থিত আদালত ও নির্বাচন কমিশন তাকে ‘অযোগ্য’ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়।
এরপর থেকেই তিনি সরকারি নিপীড়নের মুখে পড়েন এবং ২০২৪ সালের নির্বাচনের আগে থেকেই তাকে জনসমক্ষে দেখা যায় না। আন্তর্জাতিক সংস্থাগুলো অভিযোগ করেছে, তিনি গোপনে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন।
নোবেল শান্তি পুরস্কারের আগেও মারিয়া কোরিনা মাচাদো আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছেন। ২০২৪ সালে তিনি ইউরোপীয় ইউনিয়নের সাখারভ পুরস্কার এবং ভ্যাকলাভ হ্যাভেল মানবাধিকার পুরস্কার লাভ করেন।
বিশ্লেষকরা বলছেন, এই পুরস্কার শুধু মারিয়ার ব্যক্তিগত বিজয় নয়, বরং ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী জনগণের দীর্ঘ সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি।
নোবেল পুরস্কার ঘোষণার পর এক ভিডিও বার্তায় মাচাদো বলেন, এই পুরস্কার আমার নয়, এটি ভেনেজুয়েলার সাহসী জনগণের। যারা ভয়কে জয় করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। আমি তাদের কণ্ঠস্বর হয়ে থাকব।
যদিও মাচাদো এখনো দেশে রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিতে পারছেন না, তবে এই আন্তর্জাতিক স্বীকৃতি সরকারের ওপর চাপ বাড়াবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
নোবেল পুরস্কার তাকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করবে এবং সরকারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।