মেয়ের হাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার হাবেজা বেগম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ের হাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মেয়ে হাবেজা বেগম (৩০) কে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠিয়েছে।

নিহত ব্যক্তি ময়েন শেখ (৭০) দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) ভুগছিলেন। তিনি ছেলে-মেয়েদের বাড়িতে পালাক্রমে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবেজা বেগম দীর্ঘদিন ধরে পাবনার সুজানগর উপজেলার ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবার ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। প্রায় তিন বছর আগে ওই জমির ১২ শতাংশ জোরপূর্বক লিখে নেওয়ার পরও তিনি বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে একপর্যায়ে বাবার ঘরে কথা কাটাকাটির মধ্যে হাবেজা কাঠের চলা দিয়ে তার বাবার মাথা লক্ষ্য করে আঘাত করেন, যা গিয়ে পড়ে তার বাম কাঁধে। এতে গুরুতর আহত হয়ে ময়েন শেখ ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, “নিহতের প্রথম পক্ষের ছেলে সাঈদুল ইসলাম বাদী হয়ে হাবেজা বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন
Scroll to Top