মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে দর্জি বিল্লাল হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আজ দুপুর ১২টার দিকে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শিবালয় উপজেলার দক্ষিণখানপুর গ্রামের মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ, যাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামি আলীমকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড।

২০১৬ সালের ২ নভেম্বর রাতে কাজ শেষে মাচাইন বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন বিল্লাল। পথে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পারভেজ, আলীমসহ আরও কয়েকজনের হাতে। হত্যার পর বিল্লালের লাশ ইছামতি নদীর খালে ফেলে দেওয়া হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৮ বছর পর এই রায় ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top