দৈনিক টেলিগ্রামের সম্পাদক শহীদুল ইসলাম সুজন সভাপতি ও সাপ্তাহিক সবখবরের সম্পাদক আশরাফুল আলম লিটন মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মানিকগঞ্জ জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
তিন বছর মেয়াদী এই কমিটিতে সহ-সভাপতি মাহবুবুল আলম জুয়েল (সাপ্তাহিক সময়ের সংবাদ), যুগ্ম সম্পাাদক মো: আকরাম হোসেন (দৈনিক আমার নিউজ), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দৈনিক শীর্ষবার্তা), সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন (সাপ্তাহিক তারুণ্যের কথা), দপ্তর সম্পাদক আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), প্রচার সম্পাদক এফএম ফজলুল হক (দৈনিক পৃথিবী প্রতিদিন), কার্যকরী সদস্য সুরুয খান (সাপ্তাহিক কড়চা), আমিনুল হক আকবর ( দৈনিক আল আযান), গোলাম ছারোয়ার ছানু (সাপ্তাহিক মানিকগঞ্জ), শহীদুল ইসলাম ( দৈনিক মানিকগঞ্জের কাগজ) ও মো: আনোয়ারুল হক ( দৈনিক বাংলাদেশের মধ্যাঞ্চল) নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে সাপ্তাহিক কড়চা পত্রিকার সম্পাদক সুরুয খান আহবায়ক, দৈনিক আল আযান পত্রিকার সম্পাদক আমিনুল হক আকবর যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক মানিকগঞ্জ পত্রিকার সম্পাদক গোলাম ছারোয়ার ছানু, সাপ্তাহিক সময়ের সংবাদ পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম জুয়েল ও দৈনিক বাংলাদেশের মধ্যাঞ্চল পত্রিকার সম্পাদক আনোয়ারুল হক সদস্য নির্বাচিত হয়।
কমিটির সাধারণ সদস্যরা হলেন, দৈনিক নিউজ পত্রিকার সম্পাদক বাবুল আক্তার মঞ্জু, সাপ্তাহিক মানিকগঞ্জের খবর পত্রিকার সম্পাদক আমির হামজা, সাপ্তাহিক আবাবিল পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার সম্পাদক আকতার হোসেন মিলন, সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জের সম্পাদক আনিসুর রহমান বুলবুল, সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক কহিনুর ইসলাম, দৈনিক গণচেতনা পত্রিকার সম্পাদক মফিজুল ইসলাম খান কামাল ও দৈনিক সবুজ গ্রাম পত্রিকার সম্পাদক গোলাম মহীউদ্দীন।
সবখবর/ নিউজ ডেস্ক