বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরির আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে, বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে কড়া পুলিশ পাহারায় তাকে আদালতে হাজির করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলাটি দায়ের করেন মো. সাদিকুল ইসলাম রাব্বি। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।