বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেপ্তার

বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আমিনুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমিনুর ইসলাম সিরাজগঞ্জের চৌহালী থানার বাঘুটিয়া এলাকার আবুল বাশারের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) সিপাহী ছিলেন।

র‌্যাব জানায়, ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি চাকুরী সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিআর মহাপরিচালকের সাথে বিডিআর জওয়ানদের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সিপাহী আমিনুল ইসলামসহ তার সহযোগী জওয়ানরা অতর্কিতভাবে পিলখানার ভিতরের চলমান দরবারে প্রবেশ করে এবং দিনভর গোলাগুলি করে ৫৭জন সেনা অফিসারকে সদস্যকে হত্যা করে। পরে এঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক আমিনুল ইসলামকে মৃত্যুদন্ড প্রদান করেন।

র‌্যাব-৪ সিপিসি-৩ এর মানিকগঞ্জ অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, মামলার সাজা এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ০৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন দন্ডিত আমিনুল ইসলাম। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top