কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে চাচ্ছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই তারা সরকার পতনের চেষ্টা চালিয়ে সফল হয়নি। আগামী দিনেই তাদের আন্দোলন সফল হবেনা। কারণ দেশের মানুষ এখনো বিএনপির অগ্নিসন্ত্রাসের কথা ভুলেনি। তাই জনগণ সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করবে।
তিনি আজ বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে সরিষা ও ধান ফসলের উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা ও অগ্রগতি শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্বের অনেক অর্থনীতিবিদরা স্বাধীনতার পরে বাংলাদেশে এসে বলেছিলেন ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবেনা।’ তবে তাদের সেই ধারনাকে পাল্টে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারন অধিপ্তরের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহর সভাপতিত্বে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলার ৪০ জন কৃষকসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ নেন।
সবখবর/ নিউজ ডেস্ক