প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন অঘটন ঘটবে না : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা একটি বিশেষ সময় পার করছি। আমরা একটি শংকায় ছিলাম শারদীয় উৎসবটা কিভাবে হবে। আপনারা জানেন, আমাদের প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন যাতে কোন দৃষ্কৃতিকারী কোন দৃষ্কৃতি ঘটাতে না পারে। এখন পর্যন্ত সারা দেশের অবস্থা ভালো। আশা করি প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শানাইল গ্রামে দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের দেশের মূল সংষ্কৃতি হলো সহনশীলতা ও সম্প্রীতির সংষ্কৃতি। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে পাশাপাশি বসবাস করে আসছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছেন, আনন্দ করেছেন। আমাদের এই সংষ্কৃতি যেন দুষ্কৃতিকারীদের রুখে দিতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য তিনি সামাজিক সম্প্রীতি বহাল রাখার আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মো. বশির আহমেদ, ডা. কমল কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top