প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি

বিগত ৩১ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরসহ কিছু অনলাইন পত্রিকায় “হরিরামপুরে সমন্বয়কারীর দাপট, চাঁদাবাজি ও হুমকিতে অতিষ্ঠ এলাকাবাসী” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সোহেল রানা।

তিনি বলেন, প্রকাশিত উক্ত প্রতিবেদনে তার নাম ও ছবি ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে একাধিক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, উক্ত সংবাদের মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করে একটি স্বার্থান্বেষী মহলের পক্ষে জনবিরোধী উদ্দেশ্য বাস্তবায়নের অপচেষ্টা করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

প্রসঙ্গত উল্লেখ্য, সংবাদে যাদের “সাধারণ মানুষ” হিসেবে উপস্থাপন করা হয়েছে, প্রকৃতপক্ষে তারা একটি চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু গোষ্ঠীর সদস্য, যাদের সাথে আমার ও আমার পরিবারের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও মামলা-মোকদ্দমা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এই গোষ্ঠী পূর্বেও আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা করেছে এবং আমি সেসব মামলায় আদালত থেকে জামিনে মুক্ত হয়েছি।

আমি উক্ত গোষ্ঠীর অবৈধ বালু ও মাটি ব্যবসার বিরুদ্ধে গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে হরিরামপুর উপজেলা ভূমি অফিসে মৌখিক অভিযোগ করি। এরপর থেকেই উক্ত গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষক কিছু অসাধু ও আদর্শচ্যুত সাংবাদিকের যোগসাজশে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয় এবং পরিকল্পিতভাবে আমার মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে।

আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমি কখনো কাউকে হুমকি, মারধর কিংবা চাঁদাবাজির মতো কোনো অপরাধে জড়িত ছিলাম না, এবং আমি বাংলাদেশ রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। সমাজবিরোধী ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথেও আমি জড়িত নই।

অতএব, আমি উক্ত সংবাদে প্রকাশিত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পত্রিকার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাচ্ছি, তারা যেন ভবিষ্যতে এমন মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top