মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কানাইনগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে খুন হওয়া নাগর আলীর হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কানাইনগর গ্রামে নিহতের স্বজন ও এলাকা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে নাগর আলীর স্ত্রী সালেহা বেগম, ভাই বাবর আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, জিএফ ফিরোজ, শেখ সামাদ, ব্যবসায়ি কফিল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানায়, কানাইনগর গ্রামের কালু বেপারীর ছেলে সৌদি প্রবাসী নাগর আলীর সাথে প্রতিবেশী মো: আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৩ ডিসেম্বর মো: আলীসহ ১০/১২ জন নাগর আলীর ওপর হামলা চালায়। এসময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে নাগর আলী, তার ভাই সাগর আলী, বাবর আলীসহ ৫ জন গুরুতর আহত হয়। ৩০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাগর আলীর মৃত্যু হয়।
এঘটনায় নিহতের ভাই বাবর আলী ১২ জনসহ আরো অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে সিংগাইর থানায় মামলা করেন।
মানববন্ধনে নাগর আলীর স্বজনরা অভিযোগ করে বলেন, মামলার প্রায় এক মাস পেড়িয়ে গেলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামীদের গ্রেপ্তার করছে না। বক্তারা আসামীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবী জানান।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, এঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীদের ধরার চেষ্টা করছি। গ্রেপ্তারের পর আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।
সবখবর/ নিউজ ডেস্ক