জমি বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তি বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন।

শনিবার বেলা তিনটার দিকে নিজ বাড়ির সামনের উঠানে এ ঘটনাটি ঘটেছে।

নিহত হানিফ ধল্লা ইউনিয়নের এলা ব্যাপারীর ছেলে এবং মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার ছিলেন। তিনি চার সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হানিফ ও তার বড় ভাই বাচ্চু বেপারির মধ্যে বিবাদ চলছিল। শনিবার সকালে জমি পরিমাপের সময় বাচ্চু বেপারি তার চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন ও জাহাঙ্গীরকে নিয়ে হানিফের ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে এবং ঘটনাস্থলেই হানিফ মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, বড় ভাই বাচ্চু বেপারিকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top