চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ৮ জনের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আটজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

গতকাল রোববার গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামের মৃত শাহীন খান সৃজনের ছেলে খান মো. রাফি সৃজন (১৮), চান্দইর গ্রামের আমজাদ খানের ছেলে আল আমিন খান তমাল (২২), পাঞ্জনখাড়া গ্রামের মো. জামাল উদ্দিন আহমেদ তানিসের ছেলে মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২), বড় ষাট্টার মৃত হায়াত আলীর ছেলে মো. বাবুল হোসেন (৬০), দক্ষিণ উথলীর মৃত মীর নাসির উদ্দিনের ছেলে মীর মারুফ (২১), দক্ষিণ উথলীর সাইদুর রহমানের ছেলে মীর আমিনুর (২৬), শিবালয়ের অন্বয়পুরের মো. রায়হান মল্লিকের ছেলে মো. মোশারফ হোসেন (৪৮) এবং পূর্ব দাশড়ার সুনীল ঘোষের ছেলে সঞ্জিব ঘোষ (৪০)।

তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউদ্দিন জানান, ১৫ এপ্রিল গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর পরের দিন পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের আদালতে হাজির করা হয়, যেখানে বিচারক শুনানি শেষে ২০ এপ্রিল তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এসআই জিয়াউদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top