মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সদ্য ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ ৮ লাখ টাকা অনুদান দিলেন মানিকগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল, গোপালনগর ও দক্ষিণ সাহরাইল এলাকা পরিদর্শন শেষে দক্ষিণ সাহরাইল জামে মসজিদ মাঠে তিনি এই অনুদান দেন। সেই সাথে মসজিদের উন্নয়ন কাজের জন্য আরো ৫০ হাজার টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন।
দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, ‘এ দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সামান্য অনুদান দিলাম। পরবর্তীতে বিধ্বস্ত ঘরগুলো পুনঃনির্মাণ করে দিব ইনশাআল্লাহ। তিনি এলাকাবাসীকে তার পাশে থাকারও আহবান করেন। সেই সাথে দিনরাত পরিশ্রম করে দেশকে যিনি উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন চোকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন ও সায়েস্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু সায়েম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর মো. শামসুল ইসলাম, কামাল হোসেন, গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বেপারী, প্রবীণ আওয়ামী লীগ নেতা জালাল পাল ও ওমর আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হঠাৎ বয়ে যাওয়া ঘুর্নিঝড়ে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় গাছের চাপা পড়ে আমেনা নামে এক নারী নিহত হন।
সবখবর/ নিউজ ডেস্ক