ঘিওরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) এবং একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত মারুফ হোসেন (২১), তিনি জাকির হোসেনের ছেলে এবং একই উপজেলার বাসিন্দা।

ঘিওর থানা পুলিশের ওসি (তদন্ত) কহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। দ্রুতগতিতে মানিকগঞ্জের দিকে আসার পথে ঘিওর উপজেলার নতুন ব্রিজ মোড়ে পৌঁছালে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মারুফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top