ঘন কুয়াশায় বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজীরহাট নৌরুটের ফেরি চলাচল।
শুক্রবার রাত ১২ টা থেকে পাটুরিয়া -দৌলতদিয়া এবং রাত দেড়টা থেকে আরিচা- কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির মানেজার আব্দুস সালাম জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশা পরতে থাকে। রাত ১২ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় পাটুরিয়া প্রান্তে ৫টি এবং দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি নোঙর করে থাকে। কিছু যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি।
এদিকে কুয়াশার কারণে রাত দেড়টা থেকে বন্ধ রাখা হয়েছে আরিচা- কাজীরহাট নৌরুটের ফেরি চলাচল। এই রুটে যানবাহন পারাপারের জন্য নিয়োজিত মোট ৪ টি ফেরি।
তিনি আরো জানান, কুয়াশা কেটে গেলে ফেরিচলাচল স্বাভাবিক হবে। তাছাড়া তীব্র শীতে সকলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।